মদনমোহন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের জ্ঞাতার্থে
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:৫৭,অপরাহ্ন ২০ জুন ২০১৬
সুরমা ডেস্ক : মদনমোহন কলেজ, সিলেট-এ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু একাদশ শ্রেণির মনোনীত ছাত্রছাত্রীদের নির্ধারিত সেশন চার্জসহ ভর্তি ফি ও বেতন টেলিটক মোবাইল এস.এম.এস-এর মাধ্যমে পরিশোধ করে ১৯, ২০ ও ২১ জুন, ২০১৬ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, যারা কোন কারণে বোর্ড-পিন (PIN) পায়নি, তাদেরকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পর বোর্ড-পিন সংগ্রহ করে যত দ্রুত সম্ভব কলেজের আইসিটি বিভাগে জমা দিতে বলা যাচ্ছে।