দক্ষিণ সুরমায় সড়কে পড়েছিল অজ্ঞাত ব্যাক্তির মরদেহ
প্রকাশিত হয়েছে : ১:৩৫:০২,অপরাহ্ন ২০ নভেম্বর ২০২৩
সুরমা নিউজ :: হরতালের ২য় দিনে সিলেটের দক্ষিণ সুরমার অতির বাড়ির সম্মুখে (সিলেট-ঢাকা মহাসড়কের) অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ পাওয়া গেছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম।
ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে পুলিশ সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।