সিলেটে আশ্রয়কেন্দ্রে নবজাতকের জন্ম
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেটের বিয়ানীবাজারে একটি আশ্রয়কেন্দ্রে নবজাতকের (কন্যা শিশু) জন্ম হয়েছে। এই খবর শুনে জেলা প্রশাসনের তরফ থেকে পাঠানো হলো উপহার। খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপহার নিয়ে আশ্রয়কেন্দ্রে যান এবং উপস্থিত সকলের অনুরোধে শিশুটির নাম রেখে দেন।
শুক্রবার (৫ জুলাই) বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়উদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবজাতকের জন্ম হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম ওই আশ্রয়কেন্দ্রে যান এবং শিশুটিকে কোলে তুলে নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। তাদের মধ্যে সন্তানসম্ভবা একজন মাও আশ্রয় নেন। আশ্রয়কেন্দ্রে দম্পতির ঘরে নবজাতকের জন্ম হয়েছে। এটা আমাদের জন্য আবেগের। আমরা জেলা প্রশাসনের তরফ থেকে নতুন অতিথির জন্য উপহার সামগ্রী নিয়ে যাই।
তখন সবার অনুরোধে নবজাতকের একটি সুন্দর নাম রেখে দিয়েছি, ‘আশফিয়া জান্নাত বন্যা’।