সৎ ও আদর্শের প্রতিক শফিকুর রহমানকে সিলেট-২ আসনে নৌকার মাঝি হিসেবে দেখতে চাই
প্রকাশিত হয়েছে : ১২:১০:৫২,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০২৩
মো আনহার মিয়াঃ
মো আনহার মিয়াঃ এক ক্ষণজন্মা পুরুষ নাম আলহাজ শফিকুর রহমান চৌধুরী। জন্ম সুত্রে আওয়ামীলীগের এ প্রাণপুরুষ তার শৈশব কাল থেকে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতার আদর্শ লালন করে নিরলস কাজ করে যাচ্ছেন।
সৎ ও আদর্শের প্রতিক জনাব চৌধুরী বিলেতের সুখী ও বিলাস বহুল জীবন ত্যাগ করে লোভ লালসার উর্ধ্বে থেকে নিজের পৈত্রিক সম্পত্তি ও নিজের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে রাজনীতি ও জনসেবায় নিজেকে সমর্পন করেছেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাটি ও মানুষের নেতা সিলেট ২ আসনের সাবেক সাংসদ ত্যাগের মহিমায় মহিমান্বিত জননেত্রী শেখ হাসিনার এক অনুগত সৈনিক ২০১৪ সালের নির্বাচনে সিলেট ২ আসনে নমিনেশন দিয়েছিলেন কিন্তু জাতির বৃহত্তর সাথে’ নেত্রীর নির্দেশে নমিনেশন প্রত্যাহার করে নেন। বিগত দশ বছর বাংলাদেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে তাই আমাদের দলীয় এমপি না থাকায় বিশ্বনাথ – ওসমানীনগরবাসী সকল প্রকার উন্নয়ন থেকে বঞ্চিত। তাই মাননীয় প্রধানমন্ত্রী উন্নত সমৃদ্বশালী ডিজিটাল বাংলাদেশের রুপকার ও স্মার্ট বাংলাদেশের স্বপ্নচারী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রত্যাশা আসন্ন নির্বাচনে গনমানুষের নেতা সিলেটের কোটি মানুষের আপনজন বিশ্বনাথ – ওসমানীনগরের মানুষজনের প্রত্যাশিত প্রান প্ররুষ আলহাজ শফিকুর রহমান চৌধুরীকে মনোনয়ন দিয়ে এলাকাবাসীকে বাধিত করবেন। সে প্রত্যাশায় আমারও বাংলাদেশে যাত্রা। আশাকরি আল্লাহর ইচ্ছা থাকলে নেত্রী আমাদের প্রতি সহায় হবেন।
নিবেদকঃ
মো আনহার মিয়া (সিনিয়র সহসভাপতি) লন্ডন মহানগর আওয়ামীলীগ
সাবেক চেয়ারম্যান প্রবাসী বালাগঞ্জ – ওসমানীনগর এডুকেশন ট্রাষ্ট