সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রস্তুতি সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের এক দফা দাবিতে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট রোডে অনুষ্টিতব্য “রোড মার্চ” সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সিলেট জেলা যুবদলের সভাপতি এড. মোমিনুল ইসলাম মুমিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠা মেধাবী সাবেক ছাত্রনেতা জাকির হোসেন সিদ্দিকী সহ-সভাপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও টিম লিডার যুবদল সিলেট বিভাগীয়।
প্রধান বক্তা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ মহসিন মোল্লা সহ-সভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রেজাউল কবির পল সহ-সভাপতি (ঢাকা বিভাগ) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি ছিলেন, যুগ্মসম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাইদুর রহমান, এসময় জেলা ও মহানগর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।