আন্তর্জাতিক ইনফোরমেটিক্স অলিম্পিয়াডে সিলেটের সৌম্যের পদক অর্জন
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি::
সিলেটের কৃতিসন্তান দেবজ্যোতি দাশ সৌম্য হাঙ্গেরিতে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক ইনফোরমেটিক্স অলিম্পিয়াডে রৌপ্য পদক অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের সেরা প্রায় ৫০০ প্রোগ্রামারের সাথে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংলাদেশ টিমের সৌম্য ছাড়াও আরও দুই প্রতিযোগী রাজশাহীর ফারহান ও জারিফ ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে সিলেটের দেবজ্যোতি দাশ সৌম্য রৌপ্য পদক, রাজশাহীর ফারহান ও জারিফ ব্রোঞ্জ পদক গ্রহণ করে।
তাদের এ অর্জনের পিছনে বুয়েটের অধ্যাপক ড. সোহেল রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এর অবদান রয়েছে। দেশের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল যাত্রার দিন ঢাকায় তাদের সাথে দেখা করে উৎসাহ দিয়েছেন।
সৌম্যসহ বাংলাদেশ টিমের সকলকে আন্তরিক অভিনন্দন, সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন সৌম্যের পিতা সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা চন্দন দাশ। সৌম্যর কোচিং শিক্ষক মোস্তাক ও সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।