১৪ বছর পর আবাহনীকে হারিয়ে ‘বাংলার ক্লাসিকোয়’ চ্যাম্পিয়ন মোহামেডান
প্রকাশিত হয়েছে : ৬:৪২:০৫,অপরাহ্ন ৩০ মে ২০২৩
এদেশের ফুটবল অঙ্গনে ‘ঢাকা ডার্বি’ কিংবা ‘বাংলার ক্লাসিকো’ বলে দুটি শব্দ ছিল। পত্রিকার পুরনো পাতায় যার খোঁজ মিলবে। তবে মাঠে ছিল না ওই ক্লাসিকো। ফেডারেশন বা লিগ কর্তৃপক্ষ প্রচারবিমুখ হওয়ায় ফুটবলে আগ্রহ হারিয়েছে দর্শক।
১৪ বছর পর মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয় দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে ক্লাসিকো কিংবা ডার্বির মতোই উত্তাপ ছড়িয়েছে ম্যাচ। গ্যালারি ছিল দর্শক ঠাঁসা। রোমাঞ্চে ভরা ওই ম্যাচে টাইব্রেকারে আবাহনীকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান।
ম্যাচে শুরু থেকেই গোলের জমজমাট লড়াই দেখা যায়। নির্ধারিত সময়ে দুই দল ৩-৩ গোলের সমতায় শেষ করে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচেও দুই দলের গোলের লড়াই দেখা যায়। ১২০ মিনিটে ম্যাচ শেষ হয় ৪-৪ গোলের সমতায়। এরপর টাইব্রেকারে দুই শট ফিরিয়ে শিরোপার নায়ক বনে যান মোহামেডানের গোলরক্ষক।