দ্বিতীয় বহরে সৌদি গেলেন জামাল-কিংসলেরা
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:০৫,অপরাহ্ন ০৬ মার্চ ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
‘দেশের বাঁ পায়ের সবচেয়ে শক্তিশালী ফুটবলার এলিটা কিংসলের সঙ্গে। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে যাচ্ছি।’- সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এই শিরোনামে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ইতোমধ্যেই সৌদি পৌঁছে গেছেন জামাল-কিংসলেসহ বাংলাদেশের ১৩ সদস্যের দ্বিতীয় বহর।
সিলেটে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। ঘোষিত স্কোয়াড নিয়ে সৌদি আরবে ক্যাম্প করতে গেছেন তিনি। শনিবার রাতে কোচ ক্যাবরেরার নেতৃত্বে সৌদি আরব যান বাংলাদেশের ১১ ফুটবলার। পাসপোর্ট সমস্যা থাকায় শেষ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড ইব্রাহিম ও পুলিশ ফুটবল ক্লাবের রবিউল এখনও সৌদি যেতে পারেননি।
সৌদি আরবের মদিনায় আজ (সোমবার) থেকেই অনুশীলন শুরুর কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। জাতীয় দলের নতুন তিন বিদেশি কোচিং স্টাফ ডেভিড গোমেজ, মিগুয়েল আনিদো ও যোগেশ্বর সেন্তিকুমারের রোববার মদিনায় ক্যাম্পে যোগ দেয়ার কথা। ফিনল্যান্ডে ছুটি কাটিয়ে তারিক কাজীও সরাসরি মদিনায় চলে যাবেন।
অনুশীলন শেষে আগামী ১৭ই মার্চ বাংলাদেশে ফিরবে জাতীয় ফুটবল দল। দেশে ফিরে সিলেটে ব্রুনাই দারুসসালাম ও সিশেলসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে জামাল ভূঁইয়ারা।
সূচি অনুযায়ী ২২, ২৫ এবং ২৮শে মার্চ অনুষ্ঠিত হবে তিন জাতির ফুটবল টুর্নামেন্টটি।
সিরিজে তিনটি দলই দুটি করে ম্যাচ খেলবে। তবে এ সিরিজে কোনো ফাইনাল হবে না। সিরিজের প্রতিটি ম্যাচ ফিফার টায়ার-১ ম্যাচের স্বীকৃতি পাবে।