এবার ব্যালন ডি’অর লড়াইয়ে শীর্ষ তিনজন ফুটবলারই মুসলিম
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২২, ৩:৩৫ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
প্রতি বছর নির্দিষ্ট সময়ের মাঝে বিশ্বের সেরা ফুটবলারকে দেওয়া হয় ব্যালন ডি’অর পুরষ্কার। যা যেকোনো ফুটবলারের জন্যই পরম আকাঙ্ক্ষিত ও সম্মানের। এবারের মৌসুমে ব্যালন ডি’অর জেতার জন্য পরিষ্কার ফেবারিট নয় কেউই। তবে যে তিনজনের সম্ভাবনা বেশি, প্রত্যেকেই মুসলিম।
ফ্রেঞ্চ ফুটবলের দেয়া বর্ষসেরা এই পুরস্কারের র্যাংকিংয়ে ২০ জনের তালিকার শীর্ষ ৩ জনই মুসলিম। যা সম্ভবত এবারই প্রথম। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত এই তিনজন থেকেই একজন হবেন ব্যালন ডি’অর বিজয়ী।
তালিকার এক নম্বরে আছে রিয়াল মাদ্রিদের সুপারস্টার ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার নাম। এরপরেই আছেন লিভারপুলের সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে এবং মিসরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ।
শীর্ষ পাঁচে তাদের পরে আছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি এবং বর্তমান বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার ও পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের নাম।
তবে বর্তমান ও সর্বোচ্চ রেকর্ড ৭ সাত বারের ব্যালন ডি’অর চ্যাম্পিয়ন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, দ্বিতীয় সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবার র্যাংকিংয়ে ২০ জনের তালিকাতেই স্থান পাননি।
আর এরই ফলে ফুটবল বিশ্ব হয়তো ব্যালন ডি’অর চ্যাম্পিয়ন নতুন মুখ দেখতে পাবেন। আর তিনি যে একজন মুসলিম হবেন সেটা প্রায় বলে দেওয়াই যায়।