মৌলভীবাজারের চক্ষু চিকিৎসক কেফায়েত উল্লাহ সড়ক দুর্ঘটনায় আমেরিকায় নিহত, আহত৩
প্রকাশিত হয়েছে : ৪:৫৭:৩৩,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০২২
মৌলভীবাজার বি এন এস বি হাসপাতালের চক্ষু চিকিৎসক ও শহরের বনবীথি এলাকার বাসিন্দা ডাক্তার সৈয়দ কেফায়েত উল্লাহ সড়ক দুর্ঘটনায় আমারিকায় মারা গেছেন। এ ঘটনার তার স্ত্রী,ছেলে ও শ্যালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পিতবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় ভোরে একটি লড়ির ধাক্কায় তিনি নিহত হন।
জানা যায়, সৈয়দ কেফায়েত উল্লাহ ভোরে সহ সপরিবারে আমেরিকার নিউইয়র্ক থেকে রাজেষ্টার যাওয়ার পথে নিউজার্সি এলাকায় প্রাইভেটকারটি একটি লড়ির সাথে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী,ছেলে ও শ্যালক ।
বৃহস্পিতবার সন্ধ্যায় আমেরিকায় সৈয়দ কেফায়েত উল্লাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।