কুলাউড়ায় ইয়াবা বিক্রির সময় যুবক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:২৬,অপরাহ্ন ২৪ মার্চ ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিপ্লব ধর বিজয় (২৫) নামের ওই যুবককে টিলাগাঁও বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বিপ্লব টিলাগাঁওয়ের খন্দকার গ্রামের বিধান ধর এর ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে কুলাউড়া থানার এসআই অপু দাস গুপ্ত ও এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ফোর্সসহ টিলাগাঁও বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে টিলাগাঁও বাজারে ইয়াবা বিক্রির সময় বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, বিপ্লব দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।