সিলেটে পুড়ানো হলো দুর্গন্ধযুক্ত পচা মাংস
প্রকাশিত হয়েছে : ১২:১৪:৫৫,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেটের জৈন্তাপুরে চোরাইপথে আনা রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া দুর্গন্ধযুক্ত পচা মাংস জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জৈন্তাপুর পূর্ববাজারে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. শহিদুল ইসলাম মোল্লা জানান, ভারত থেকে নিয়ে আসা রোগাক্রান্ত একটি গরু মঙ্গলবার বিকেলে জৈন্তাপুর পূর্ব বাজারের ‘গরু বাজার সেড’ জবাই করে চোরাকারবারিরা। পরে মাংস বিক্রির জন্য একটি লেগুনায় করে সিলেট নগরের উদ্দেশে রওনা দেয়। এ সময় গরুর পঁচা দুর্গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি তাদের অবগত করেন। খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহিরুল ইসলামকে নিয়ে অভিযান চালিয়ে দুর্গন্ধযুক্ত পঁচা মাংসসহ লেগুনা আটক করা হয়। পরে তাদের ইউএনও’র কার্যালয়ে নিয়ে আসা হলে ইউএনও নাহিদা পারভীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গরুর মালিক লুৎফুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া দুর্গন্ধযুক্ত পচা মাংস জনসম্মুখে পুড়ে ফেলেন।
তিনি বলেন, বাজারে পশু জবাই করতে হলে অবশ্যই আগে পরীক্ষা করে প্রাণী সম্পদ কর্মকর্তার ছাড়পত্র নিতে হয়। কিন্তু তারা ছাড়পত্র না নিয়েই গরুটি জবাই করে।