দক্ষিণ সুরমায় রাস্তায় দেয়াল নির্মাণ নিয়ে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ১২:১০:০৯,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
দক্ষিণ সুরমার কুচাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এডভোকেট সৈয়দ আবু নছরের ছোটভাই প্রয়াত জাপা নেতা সৈয়দ আবুল কাশেম মন্টুর পরিবারসহ ৫৮ পরিবারের চলাফেরার রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এ নিয়ে দেখা দিয়েছে চরম উত্তেজনা। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, কুচাই ইছরাব আলী হাই স্কুল ও কলেজ এবং কুচাই মাদ্রাসা সংলগ্ন একটি স্থানে প্রায় ৪০ বছর আগে বাড়ি নির্মাণ করেন জাপার প্রয়াত নেতা সৈয়দ আবুল কাশেম মন্টু। তার বাড়ির পেছনে পাশের গ্রাম শারপিংয়ের প্রায় ৫৮ পরিবার বসবাস করছে। মন্টুর পরিবার এবং ওই ৫৮টি পরিবারের চলাফেরার একমাত্র রাস্তাটি ব্যক্তি মালিকানা হলেও সরকারি অর্থায়নে এ রাস্তায় কাজ হয়েছে একাধিকবার। ওই রাস্তা দিয়েই টানা হয়েছে গ্যাসের লাইন। দীর্ঘ ৪০ বছরের চেয়ে বেশি সময় এ রাস্তাটি ব্যবহার করে আসছেন আবুল কাশেম মন্টুসহ স্থানীয় ৫৮ পরিবারের লোকজন।
কিন্তু সম্প্রতি ওই রাস্তায় দেয়াল নির্মাণ করছেন স্থানীয় মরহুম আলাই মিয়ার ছেলে প্রবাসী ফয়সল ও উজ্জ্বল। কারো সঙ্গে আলাপ-আলোচনা না করে এলাকার একটি প্রভাবশালীকে সঙ্গে নিয়ে দেয়াল নির্মাণ কাজ করায় ৫৮টি পরিবার এখন অনেকটাই ‘গৃহবন্দি’ হয়ে পড়েছে। তারা সকলেই এখন জমিনের আইলের ওপর দিয়ে চলাফেরা করছেন। প্রয়াত সৈয়দ আবুল কাশেম মন্টুর তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ইউনির্ভাসিটি পড়ুয়া ছোট মেয়ে ও স্ত্রী ছাড়া সকলেই প্রবাসে বসবাস করেন। সম্প্রতি কোনো আলোচনা ছাড়াই মরহুম আলাই মিয়ার ছেলে ফয়সল ও উজ্জ্বল রাস্তায় জায়গা নিজেদের দাবি করে দেয়াল নির্মাণ কাজ করাচ্ছেন। এতে প্রয়াত মন্টুর পরিবারসহ ৫৮টি পরিবারের যাতায়াতে দেখা দেয় চরম প্রতিবন্ধকতা। স্থানীয়রা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী এমাদুল্লাহ শহীদুল ইসলাম বলেন, যেহেতু ৫৮টি পরিবার এ রাস্তা দিয়ে চলাফেরা করছেন এবং একাধিকবার সরকারি অর্থায়নে এ রাস্তায় মাটি ভরাট ও ইট বসানো হয়েছে, সেহেতু রাস্তাটি ব্যক্তি মালিকার অজুহাতে বন্ধ করে দেয়াল নির্মাণ করে মানুষের চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা ফৌজদারি কার্যবিধি ১৩৩ ধারার পরিপন্থি। তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় এজহার দেয়ার পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব আদালতে হাজির হয়ে একটি দেয়ানি মামলা করা প্রয়োজন বলে আমি মনে করি। এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, যেহেতু রাস্তাটি দিয়ে ৪০ বছর থেকে জনসাধারণ চলাফেরা করছেন-তাই জনগণের চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা ঠিক হচ্ছে না। ব্যক্তি মালিকানা হলেও সরকার এই রাস্তায় মাটি ভরাট করেছে ব্যক্তির স্বার্থে নয়; সর্বস্তরের মানুষের স্বার্থে-তাও মনে রাখতে হবে।