সিলেটে এক ছিনতাইকারি গ্রেপ্তার, মোবাইলফোন উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:৪২:৩৬,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিণ সুরমা বরইকান্দি ১নং রোডের মাঝপাড়া এলাকা থেকে বদরুল ইসলাম বাছন (৩০) নামে এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরইকান্দি এলাকার মৃত মোক্তার আলীর ছেলে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় দক্ষিণ সুরমার বরইকান্দি ১নং রোডের মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ছিনতাইকৃত মোবাইলফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা মামলা রয়েছে। সেই মামলায় সে এজহারভুক্ত আসামি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।