সিলেটে তিন স্থরের বিশেষ নিরাপত্তা র্যাবের
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২০, ৮:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-০৯)।
র্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. সামিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘একুশে ফেব্রুয়ারিতে বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল ও সন্ত্রাসীরা এবং যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে এজন্য র্যাব-৯ তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।’
‘র্যাবের বিশেষ টহলের পাশাপাশি সাদা পোষাকে ও মোটর সাইকেল টহলসহ র্যাব সদস্যগণ সিলেটের গুরুত্বপূর্ণ স্থানে অত্যান্ত সতর্কতার সহিত অবস্থানে আছেন। এছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট তল্লাশী অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।’
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিশৃংখলা সৃষ্টিকারী কর্মকান্ড, জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।