এমসি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ৮:১৬:৪১,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২০
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থিয়েটার মুরারিচাঁদ, মুরারিচাঁদ কলেজ, সিলেট শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মুরারিচাঁদ কলেজে নব নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে শ্রদ্ধা নিবেদন করে।
শহিদ মিনারের থিয়েটার মুরারিচাঁদ’র সাথে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.সালেহ আহমদ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তৌফিক এজদানি চৌধুরী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে শ্রদ্ধা নিবেদনের সময় থিয়েটার মুরারিচাঁদ’র বর্তমান সভাপতি রেজাউল করিম রাব্বী, সাধারণ সম্পাদক তুষার সরকারসহ একদল থিয়েটার কর্মী উপস্থিত ছিলেন। মুজিববর্ষ-২০২০ এ থিয়েটার মুরারিচাঁদ ২য় বারের মত বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে শ্রদ্ধা নিবেদন করেন।