সিলেট থেকে কিশোরী নিখোঁজ, সন্ধানে সহযোগিতা করুন
প্রকাশিত হয়েছে : ১০:২৯:৪১,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেট নগরীর মুছারগাঁও এলাকা থেকে চুমকি (১৩) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ বিষয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। জিডি নং ৮২০।
নিখোঁজ হওয়া কিশোরী ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ঢেউরগাংরা গ্রামের শামছু মিয়ার মেয়ে চুমকি (১৩)। সে বর্তমানে সিলেট দক্ষিণ সুরমার মুছারগাঁও (দাউদপুর) ফলিক মিয়া চৌধুরীর ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিল।
নিখোঁজ হওয়া চুমকির মা আছমা বেগম জানান, গত ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। আমরা তাকে সম্ভব্য সকল স্থানে খোঁজাখুঁজি করি। কিন্তু কোন জায়গায় তাহাকে পাওয়া যায় নাই। তাই এ নিয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়রি করেছি।
তিনি আরো বলেন, বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তাহার পরনে ছিলো, কালো রংয়ের থ্রি পিছ, সে ময়মনসিংহ আঞ্চলিক ভাষায় কথা বলে। তাহার গায়েরে রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, লম্বা ৫ফুট, তাহার বয়স ১৩ বছর। যদি কেউ চুমকির সন্ধান পান তাহলে নিকটর্বতী থানায় অথবা 01725052234 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।