মৌলভীবাজারে অগ্নিকান্ডে নিহত পরিবারকে ‘ভয়েস অব মৌলভীবাজার’র আর্থিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২০, ৪:২৪ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার:
মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন ভয়েস অব মৌলভীবাজার। বুধবার (১৯ফেব্রুয়ারি) রাত ৯ টায় সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন। এরপর নিহতদের পরিবারের সাহার্যাথে ১লক্ষ ১৫ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,পৌরসভার মেয়র ফজলুর রহমান, সাবেক চেম্বার সভাপতি ও এমবি ক্লথষ্টোর সত্বাধীকারী ড: আহাদ,ভয়েস অব মৌলভীবাজার এর আহব্বায়ক কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, সদস্য সচিব বকসী মিছবাউর রহমান,ভয়েস অব মৌলভীবাজার কেন্দীয় সাংগঠনিক সম্পাদক,শাহজাহান মিয়া, কোষাধক্ষ নূরউদ্দিন নসরূ, শামছুতালুকদার, আব্দুর রহমান মনা প্রমুখ।