বিয়ানীবাজারে ষাঁড়ের গুতোয় একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ৬:০৫ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে গৃহপালিত ষাঁড়ের গুতোয় একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবুজ মিয়াকে অচেতন অবস্থায় নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, খাসাড়িপাড়ায় গ্রামে বসবাসকারি সবুজ মিয়া গত মঙ্গলবার মোল্লাপুর হাওরে গৃহপালিত ষাঁড়টি চরাতে নিয়ে যান। হাওরের যাওয়ার পর ষাঁড়টি তাকে গুতো দিলে তিনি জ্ঞান হারান। এ সময় উপস্থিত লোকজন ষাঁড়টি আটক করে হাওরের একটি ফিশারিতে আটকে রেখে তার স্বজনদের খবর দেন।
সন্ধ্যায় স্ত্রী রুবি বেগম অচেতন অবস্থায় সবুজ মিয়া (৫০)কে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবুজ মিয়া নেত্রকোনা জেলার বারোপাত্তা থানার হারইল্লা এলাকার ইউনুছ আলীর পুত্র।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক জানান, হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।