বিয়ানীবাজারে উদ্ধার হওয়া কংকালের পরিচয় শনাক্ত, আটক দুই
প্রকাশিত হয়েছে : ৫:৫৪:৫৪,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২০
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারের কালাইউরায় উদ্ধার হওয়া কংকালের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানায়। তাকে হত্যার সাথে জড়িত সন্দেহে জকিগঞ্জ ও বিয়ানীবাজার থেকে দুইজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, আজমিরিগঞ্জ থানা পুলিশের একটি দল জকিগঞ্জে অভিযান চালিয়ে একজনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামের এক মহিলাকে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি কংকাল উদ্ধারের পর বিয়ানীবাজার থানা পুলিশ দেশের প্রত্যেক থানায় কংকাল ও উদ্ধার হওয়া কাপড়ের ছবি প্রেরণ করে। ছবির সোথে আজমিরিগঞ্জ থানায় নিখোঁজের ডায়রির তথ্যের মিল পেয়ে আজমিরিগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে।