জুড়ী থেকে ২০৩ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৬:৪২:০৯,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় দক্ষিণ সাগরনাল গ্রাম থেকে ২০৩ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম (২৪) নামে ১ যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রাম থেকে তাকে আটক করে। আটক যুবক গ্রামের মো. আব্দুল মন্নাফের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আটক যুবককে জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. সামিউল আলম।