সিলেটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ৪:৫০:৩৯,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল ফোন পাওয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন সময়ে তাকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সকালে এসএসসি’র ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল স্কুল কেন্দ্রের আওতাধীন শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজ ভেন্যু থেকে ঢালারপাড় উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রের কাছে মোবাইল ফোন পাওয়া যায়। ফলে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য্য।