সিলেটে পুরনোয় আস্থা জাসদের
প্রকাশিত হয়েছে : ৯:৫০:৪১,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
পুরনো নেতৃত্বেই আস্থা রাখলো সিলেট জেলা ও মহানগর জাসদ। কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন কমিটির নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে পুরনোদেরই হাতে। গত শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদে কাউন্সিলে গঠন করা হয়েছে জেলা ও মহানগর জাসদের নতুন কমিটি।
লোকমান আহমদকে সভাপতি ও কে এ কিবরিয়া চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। এছাড়া মিশফাক আহমদ মিশুকে সভাপতি ও গিয়াস আহমদকে সাধারণ সম্পাদক করে ঘোষিত হয়েছে মহানগর জাসদের নতুন কমিটি। জেলা ও মহানগর জাসদের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আগের কমিটিতেও একই পদে ছিলেন।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম।