বঙ্গবীর ওসমানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেটে ব্যাপক কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:৩৭,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০
নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ বঙ্গবীর জেনারেল এম.এ জি ওসমানীর ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেটে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, ফাতেহাপাঠ, মিলাদ-দোয়া মাহফিল, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, শিরনী বিতরণ প্রভৃতি।
ওসমানী স্মৃতি যাদুঘর, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ, ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন, বঙ্গবীরের জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদ সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এ সব কর্মসূচী বাস্তবায়ন করছে। আজ রোববার ওসমানী নগরের দয়ামীরে তাঁর পৈত্রিক বাড়িতে দোয়া ও শিরনী বিতরনের আয়োজন করা হয়েছে। ওসমানী যাদুঘর রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বেশকিছু কর্মসূচী গ্রহন করেছে। বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ গতকাল শনিবার থেকেই তাদের কর্মসূচি শুরু করেছে। ঐদিন তারা মুক্তিযোদ্ধা সন্তান ও সুবিধা বঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন,গরীব-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পোষাক ও শিক্ষা উপকরণ দেয়া হয়। এ উপলক্ষে স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ওসমানী যাদুঘরের সহকারী কীপার জিয়ারত হোসেন খান,বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা,চৌধুরী মোহাম্মদ জিলন প্রমুখ।
এদিকে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে আজ রোববার বিকাল ৩টায় রাজধানীর আব্দুল গণি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের প্রেসিডেন্ট সৈয়দা মাসুদা খাজার সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সেনাপ্রধান জেনারেল কে. এম সফিউল্লাহ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার ডা. আব্দুল মালিক (অব.), বাংলাদেশের সংবিধান প্রণেতা কমিটির সদস্য ব্যারিস্টার এম. আমির-উল ইসলাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।