মৌলভীবাজারের কুলাউড়ায় অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ১২:২৩:৩৭,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীপুর গ্রামে অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় এ ঘটনা ঘটে। হতাহত না হলেও প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, হাজীপুর ইউনিয়নের আলীপুর গ্রামের হারুন চৌধুরীর স্ত্রী রাত প্রায় সাড়ে ৮ টার দিকে রান্না ঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। এ সময় আকস্মিকভাবে হারিতে আগুন লেগে যায়। প্রথমে অনেক চেষ্টা করেও আগুন নিবাতে পারেননি। হল্লা চিৎকার শুনে ঘরের সবাই বাইরে বেড়িয়ে আসেন। এই সময় আগুন সারা ঘরে ছড়িয়ে পড়লে পাশের আব্দুল মতিনের ঘরেও আঘাত করে।
এদিকে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত না হলেও প্রায় চার লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সুত্রপাত কি না, এটি এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস বিভাগ।