শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৫:০৯:২০,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুতের সিঙ্গেল ফেজ লাইন টানার কাজে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে আলমগীর (২০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক লাইনম্যান (শ্রমিক) ছিলো। নিহত আলমগীর গাইবান্ধা জেলার ডুমুর গাছা গ্রামের হেলাল সরকারের ছেলে বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, সকাল থেকে বৈদ্যুতিক লাইনে তার টানার কাজ চলছিলো। হঠাৎ করেই বিকট শব্দ শোনা যায়। কাজে নিয়োজিত ব্যাক্তিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে দেয়ালে আছড়ে পরে। তারা বলেন লাইনে কাজ করার সময় এলাকায় বিদ্যুৎ বন্ধ ছিলো। হঠাৎ করে বিদ্যুৎ চলে আসায় এ ঘটনাটি ঘটে।
শ্রীমঙ্গল হাসপাতালে খোঁজ নিলে, কর্তৃপক্ষ বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কোন ব্যক্তির হাসপাতালে আসার তথ্য নেই বলে জানান। জানা যায়, আলমগীরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু বলেন, বৈদ্যুতিক লাইনে কাজ করার জন্য ঠিকাদারী প্রতিষ্টান অন্য এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিলো। কিন্তু নির্দিষ্ট এলাকার বদলে ঐ ঠিকাদারের কর্মী অন্য এলাকায় কাজ করেন যেখানে বিদ্যুৎ বন্ধ করার জন্য আমাদের কাছে কোন তথ্য দেওয়া হয়নি। এ কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে শ্রমিকটি মারা যায়। আমাদের কাছে যদি তথ্য থাকতো এই এলাকায় কাজ হচ্ছে তাহলে আমরা ঐ জায়গায় বিদ্যুৎ বন্ধ রাখতাম।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আলমগীরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।