অনিয়ম তদন্তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ইউজিসি
প্রকাশিত হয়েছে : ১:০১:৫৭,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনিয়ম তদন্তে সিলেটে এসে পৌঁছেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি সিলেট আসে। এরআগে ওই বিশ্ববিদ্যালয়ের তিন কোটি ৭০ লাখ টাকার অনিয়ম ধরা পড়ায় এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে আছেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান (আহ্বায়ক), অতিরিক্ত পরিচালক ড. দুর্গা রানী সরকার (সদস্য) এবং উপ-পরিচালক শিবানন্দ শীল (সদস্য সচিব)।
তদন্ত কমিটির আহ্বায়ক ড. ফেরদৌস জামান বলেন, ‘বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ইউজিসির গঠিত তদন্ত কমিটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যাবে। এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।’
চিঠির বিষয়ে তিনি বলেন, ‘মূলত টাকা অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে আমরা এসেছি। তাদেরকে সব কাগজপত্র প্রস্তুত রাখতে বলেছি। কোনও উন্নয়মূলক কাজের টাকা অন্য খাতে স্থানান্তর-হস্তান্তর, বেতন ভাতা দেওয়ার কোনও সুযোগ নেই। মূলত সেটা নিয়েই অনিয়ম হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, ‘ইউজিসির অনুমোদন না নেওয়ার পাশাপশি কোনও অর্থ বরাদ্দ না পাওয়ার পরেও নিজস্ব উদ্যোগে ঢাকায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি লিয়াজো ফ্ল্যাট কেনা হয়েছে। অর্থের উৎস জানতে চেয়ে ইউজিসি বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠায়। এতেই ধরা পড়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব বাজেটে ৩ কোটি ৭০ লাখ টাকা ঋণ নেওয়া হয়েছে।’
এ বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘ইউজিসির তদন্ত কমিটি কেন সিলেট এসেছে তা আমার জানা নাই। কমিটি গঠনের বিষয়ে কিছুই জানি না। তবে, ইউজিসির প্রতিনিধিরা হয়তো রুটিন পরিদর্শনে আসতে পারেন।’