শাবিপ্রবি শিক্ষার্থীর ওপর ছিনতাইকারীদের হামলা, মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৯:০১:৪৫,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। মিছিলটি গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তরা বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি কর্পোরেশন কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় একের পর এক শিক্ষার্থী ছিনতাইকারীদের কবলে পড়তেছে। নিরাপত্তাহীনতার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধ্যার পর শহরে চলাচল করতে পারে না। অধিকাংশ শিক্ষার্থী সন্ধ্যার পর শহরে টিউশন করানোর ফলে তাদেরকে রাতের বেলায় ক্যাম্পাসে ফিরতে হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ছিনতাইকারীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে ও তাদের কাছ থেকে মোবাইল, টাকা জব্দ করে নিচ্ছে।
উল্লেখ্য, সোমবার রাত আটটার দিকে ক্যাম্পাসে ফিরার সময় শহরের জিতু মিয়ার পয়েন্টের নিকটবর্তী স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন টিপুর ওপর হামলা করেন ছিনতাইকারীরা। এ সময় তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।
ভুক্তভোগী টিপুর সাথে কথা বলে জানা যায়, তার দুই পায়ে তিনটি করে মোট ছয়টি সেলাই করানো হয়। এর আগে শহরের কিন ব্রিজের নিকটবর্তী স্থানে ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহিদ আল সালাম ছিনতাইকারীদের হামলায় নিহত হয়।