বিয়ে ছাড়াই মা হলেন বলিউড অভিনেত্রী
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১:২৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বলিউডের আলোচিত অভিনেত্রী কল্কি মা হয়েছেন। স্বাভাবিক প্রসবের মাধ্যমে শুক্রবার রাতে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ‘ভাইরাল ভায়ানি’ নামে একটি ইনস্টাগ্রামে তার মা হওয়ার খবর শেয়ার করা হয়।
জানা গেছে, বিয়ে না করেই ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত এই অভিনেত্রী তার প্রথম সন্তানের জন্ম দিলেন। আর এই কারণেই বার বার এসেছেন খবরের শিরোনামে। তবে সেসবে কান দেননি এই নায়িকা।
কল্কি জানিয়েছেন, তার সন্তানের বাবা বয়ফ্রেন্ড গাই হার্শবার্গ। প্রায় দুই বছর ধরে গাই হার্শবার্গের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে তার।
২০১১ সালে অনুরাগ কশ্যপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন কল্কি, তবে বিয়ের দু বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিবাহবিচ্ছেদের পর গাই হার্সবার্গের সঙ্গেই থাকেন কল্কি। গাই হলেন একজন ইজরায়েল পিয়ানো বাদক।
কল্কি জানান, প্রথম সন্তানের মা হয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। প্রথমবারের মতো মা হয়ে দারুণ এক অনুভূতির স্বাদ পাচ্ছেন তিনি।