অধ্যাপক মোহন চন্দ্র দেব’র পরলোকগমন
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:৪৬,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব রোববার ভোর ৬টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে প্রয়াত মোহন চন্দ্র দেব এর মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের কমলগঞ্জ পৌর মহাশ্মাশানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মোহন চন্দ্র দেব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ গণমাহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি, কমলগঞ্জ পৌর বাজার বণিক কল্যাণ সমিতি, লোকনাথ সেবা সংঘ, সুজন, কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।