মাদক ব্যবসা করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে : মৌলভীবাজারের পুলিশ সুপার
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০১৯, ৭:২৪ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি :
আমাদের সকলের দায়িত্ব হচ্ছে মাদকের বিরুদ্ধে কাজ করা। মৌলভীবাজার প্রেসক্লাব যেভাবে মাদকের বিরুদ্ধে এগিয়ে এসেছে তেমনি প্রতিটি কাজেও এগিয়ে আসবে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল।
তিনি বলেন, কোন পরিবারের একজন মাদক গ্রহণ করে, অন্যজন মাদক ব্যবসায়ী। এখন সবাই মাদকের ব্যাপারে সচেতন হয়েছেন । তবে অনেক সময় ভালো কোন পরিবারের সন্তান মাদকের সাথে জড়িয়ে পড়লে আমরা তাদের ভালো হওয়ার সুযোগ দেই।
তিনি আরোও বলেন, মাদক ব্যবসা করে মৌলভীবাজারে অনেক পরিবার আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করব।
পুলিশ সুপার জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কেউ শেল্টার দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা কোন দল বিবেচনা করব না। এসময় তিনি সকলের কাছে মাদকসেবী ও ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান ।