গণদাবী পরিষদের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০১৯, ৭:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ :
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা ম্যানশনের ৩য় তলায় ৬ মে সোমবার অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, পেয়াজ, তেল, আদা, রসুন সহ দ্রব্য সামগ্রীর দাম ক্রয় ক্ষমতার ভিতরে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। সভায় পবিত্র রমজান মাসে বিদ্যুৎ বিভ্রাট কমানোর জন্য জোর দাবী জানান। সভায় বৃহত্তর সিলেটের ঘরে গরে গ্যাস সংযোগ দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানান। সভায় বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভা রমজান মাসে দুপুর ২টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। রমজান পরবর্তী সভার সময় পূর্বের ন্যায় অনুষ্ঠিত হবে।
সভা থেকে সিলেট ল’ কলেজের সাবেক অধ্যক্ষ এডভোকেট মনির উদ্দিন আহমদ ও বিশিষ্ট কবি, ছড়াকার মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক তাজুল ইসলাম বাঙালির মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আব্দুল অদুদ, ডাঃ হাবিবুর রহমান, আমিনুল ইসলাম বকুল, ইরশাদ আলী, বশির মিয়া, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হোসেন তাপাদার, ক্ষমা রাণী দে, রায়হান আহমদ, মিশুল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার আহবান