প্রবাসীদের জন্য দেশের ভাবমূর্তি উজ্জল হচ্ছে : মাহমুদ উস সামাদ এমপি
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৯, ১১:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বহির্বিশে^ প্রবাসীরা তাদের কর্মকান্ডের মাধ্যমের দেশের ভাবমূর্তি উজ্জল করছেন। বিশেষ যুক্তরাজ্যে বাংলাদেশীরা এমপি পদ সহ বিভিন্ন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। যা প্রশংসার দাবী রাখে। প্রবাসীরা সব সময় দেশের বাইরে থাকলেও দেশের যে কোন দুর্যোগময় সময় সহ বিভিন্ন দেশের মানুষকে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। তাই প্রবাসীরা স্বদেশে আগমনের সময় ও দেশে অবস্থানকালে কোন প্রকার হায়রানির শিকার না হন সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার বিকালে দক্ষিণ সুরমা উপজেলা কুচাই ইউনিয়নের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে যুক্তরাজের মৌলভ্যালী কাউন্সিলের মেয়র জাহাঙ্গীর হক এর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলমগীর আহমদের সভাপতিত্বে ও এডভোকেট শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজের মৌলভ্যালী কাউন্সিলের মেয়র জাহাঙ্গীর হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি যুক্তরাজ্য শাখার উপদেষ্টা মোঃ আমিনুল হক আহাদ, বিএমএ’র সাবেক সহ সভাপতি ডাঃ শামীমুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আখতার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বাছিত ছোবা মেম্বার, প্রধান শিক্ষিক মিতা পাল চৌধুরী, বিশিষ্ট মুরব্বী বাবর আহমদ প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজের মৌলভ্যালী কাউন্সিলের মেয়র জাহাঙ্গীর হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বিজ্ঞপ্তি