কুলাউড়ায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০১৯, ৯:১৪ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
কুলাউড়ার কানিহাটি পাইকপাড়া হইতে মনু গাজীপুর রাস্তা পাঁকাকরনের দাবিতে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায়মানববন্ধন করা হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া, ইসমাইলপুর, গাজীপুর, মাহতাবপুর, তুকলী, রনচাপ গ্রামের জনসাধারন ও হাজীপুর সোসাইটি কুলাউড়ার যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুুষ্ঠিত হয়।
হাজীপুর সোসাইটি কুলাউড়ার সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় এতে উপস্তিত ছিলেন কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজল উদ্দিন আহমদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আজিজুস ছামাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, ইউপি মহিলা সদস্য মাধবী রানী দেব, সমাজসেবক মোঃ ফজলুল হক, ডাঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী, প্রবাসী নেতা ইলিয়াছ আমির আলী, সেচ্ছাসেবক দলের নেতা জয়নাল আবেদিন, হাফেজ ময়নুল ইসলাম, যুবলীগ নেতা রিপন সুত্রধর, আওয়ামী লীগ নেতা পিন্টু দেবনাথ, নয়াবাজার কেসি স্কুল এন্ড কলেজের শিক্ষক অনন্ত সুত্রধর, নিপুল সুত্রধর, স্বপন সুত্রধর প্রমুখ।
বক্তারা বলেন, এই রাস্তা পাঁককরনের দাবি দীর্ঘদিনের এই রাস্তা দিয়ে প্রতিদিন কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাইকপাড়া মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসা, মোতাহের মেমোরিয়াল একাডেমী, গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও পাইকপাড়া বাজারসহ হাজারো মানুষের যাতায়াত, সামান্য বৃষ্টিপাত হলেই এই রাস্থাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, এক সময়ে এই রাস্তাটি ছিল হাজীপুর ইউনিয়নের প্রধান সড়ক মনু-তিলকপুর সড়ক হওয়ার পূর্বে এই রাস্থা দিয়েই লোকজন মনু-রেলওয়ে ষ্টেশন যাতায়াত করত। রাস্থার এক প্রান্তে কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয় অন্য প্রান্তে মনু স্বাস্থ্য উপ-কেন্দ্র ও হাজীপুর ইউনিয়ন পরিষদ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ বিগত ১৯৯৬ সালে সংসদ সদস্য সুলতান মোহাম্মদ আহমদ এমপি থাকার সময় এলাকাবাসী এই রাস্থা পাকাকরণ করার দাবী করে আসছিল এবং তিনি আশ্বাসও দিয়েছিলেন, এর পরে ২০০১ সালে সংসদ সদস্য এম এম শাহীন , ২০০৬ সালে নবাব আলী আব্বাস খাঁন এবং গত ২০১৮ সনে সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মতিন রাস্থার জন্য একটি ডিও লেটার দিয়েছিলেন, কিন্তুু অদ্যবদি রাস্থাটি পাঁকাকরণ করা হয়নি। এলজিইডি’র তালিকাভুক্ত সরকারি সড়ক হলে ও পাকাকরণ হচ্ছে না, প্রতিনিয়ত ছোট খাটো দুর্ঘটনার শিকার শিক্ষার্থী সহ-সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবী সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর কাছে হাজীপুর ইউনিয়নের মধ্যে পাকাঁকরনের কোন রাস্তা করা হলে যেন সর্ব প্রথম এই রাস্থাটি যেন পাকাকরন করা হয়।