মৌলভীবাজারে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৯, ৭:৩৯ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
ফেনির সোনাগাজীতে অগ্নিদগ্ধ করে মাদরাসা ছাত্রী নুসরাত হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন স্পন্দন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে সামাজিক সংগঠন স্পন্দন সভাপতি ইহাম মোজাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমদ টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ সভাপতি খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, শেখ বুরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, , আশরাফ আলী, স্পন্দনের সহ সভাপতি ওয়াসিম আহমেদ নিশান, আশিক আহমদ, রাজন আলী ও কাওছার হাসান।
বক্তারা বলেন, অনতিবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নুসরাত হত্যাকারীদের বিচার করতে হবে। অন্যথায় দেশ ব্যাপী যে তীব্র আন্দোলনের গণজোয়ার তৈরী হয়েছে তা আরো ব্যাপকতা লাভ করবে। বক্তারা আরোও বলেন, সোনাগাজী মাদরাসার অধ্যক্ষ যে কাজটি করেছে তা ন্যক্কারজনক। দেশে যাতে এরকম কোন ঘটনা না ঘটে সেদিকে প্রশাসন সহ সকলের দৃষ্টি দিতে হবে। এসময় মানববন্ধরনের উপস্থিত ছিলেন স্পন্দনের সদস্য ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।