কমলগঞ্জে বখাটেদের ছুরিকাঘাতে যুবলীগ নেতা গুরুতর আহত
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৯, ৬:০৭ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বখাটেদেরে ছুরিকাঘাতে যুবলীগ নেতা গুরুতরভাবে আহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে।
ছুরিকাঘাতে আহত জুয়েল আহমদ (২০) কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। সে রামপাশা গ্রামের আছিম মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমড়াকাপন এলাকার দুলা মিয়ার বখাটে ছেলে মুহিতুর (৩৫) ও মুহিবুরের (২৫)-এর নেতৃত্বে ৫ বখাটে যুবলীগ নেতা জুয়েলকে ধরে নিয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকার বাইরে গলি পথে ছরিকাঘাত করে। ছুরিকাঘাতে পেটে বড় ধরণের ক্ষতের সৃষ্টি হলে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল করেজ হাসপাতালে অস্ত্রপচার করা হয়।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, হামলকারীরা খুবই বখাটে প্রকৃতির। তাদের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ছুরিকাঘাতের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে। আহত ব্যক্তির পরিবার থেকে এখন কোন অভিযোগ হয়নি। তবে তারপরও পুলিশ হামলাকারীদের খোঁজছে।