বারুনী মেলা থেকে এক জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০১৯, ১০:১০ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের হেরেঙ্গা বাজারে বারুনী মেলায় প্রকাশ্যে জুয়ার আসর চলাকালে পুলিশী অভিযানে জুয়ার আসর ভেঙে দিয়ে জুয়া সরঞ্জামাধিসহ জুয়াড়ি আবুল হোসেনকে আটক বরা হয়।
কমলগঞ্জ থানার এসআই আব্দুস শহীদ বলেন, আটককৃত জুয়াড়ি আবুল হোসেন ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য যে, কমলগঞ্জের বিভিন্ন জায়গায় বারুনী মেলা চলছে। বারুনী মেলাকে কেন্দ্র করে কিছু পেশাদার জুয়াড়িরা জুয়ার আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।