কমলগঞ্জে ইভটিজিং, বখাটেকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৯, ৫:২৭ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বনগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে এক বখাটে যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের ছাতকছড়া গ্রামে নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বখাটে যুবকের নাম জাহিদ মিয়া (২২)। সে কামারগাঁও গ্রামের মফিজ মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ছিল।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়া বলেন, বছর খানেক আগেও বখাটে জাহিদ মিয়া বনগাঁও উচ্চ বিদ্যালয়ের অন্য আরও একটি ছাত্রীকে উত্যক্ত করার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছিলেন। সে সময় বখাটেকে প্রকাশ্যে কান ধরে উঠাবসা করিয়ে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছিল। এই বখাটে আবার সম্প্রতি বনগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যক্ত করে। ঘটনাটি ছাত্রী বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নির্বাহী হাকিম কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তারকে অবহিত করলে শনিবার বিকাল সাড়ে ৫টায় আকস্মিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি ছাতকছড়া গ্রাম এলাকা থেকে বখাটে জাহিদ মিয়াকে আটক করেন।
উপ-পরিদর্শক ফরিদ মিয়া আরও বলেন, নগদ ৫ হাজার টাকা জরিমানা প্রদান না করলে বখাটে জাহিদ মিয়ার ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী হাকিম। অবশেষে বখাটের জাহিদ নগদ ৫ হাজার টাকা জরিমানা প্রদান করে মুচলেকা দিয়ে মুক্ত হয়েছে।