ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান গলমুকাপন মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আজ
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ৭:১৬ পূর্বাহ্ণ

জানা যায়, উস্তাদুল মুহাদ্দসীন আল্লামা মাসউদ আহমদ (বাঘার হুজুর) দাঃ বাঃ এর সভাপতিত্বে মূল্যবান নসিহত পেশ করবেন আল্লামা তাফাজ্জুল হক হবিগন্জি, শায়খুল হাদীস আল্লামা মুখলেছুর রহমান কিয়ামপুরি,শায়খুল হাদীস নুরুল ইসলাম খান সুনামগঞ্জী,শায়খুল হাদীস শিহাব উদ্দীন রেন্গা,শায়খুল হাদীস মুফতি রশিদ আহমদ ফারুক বরুণা, হযরত মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী,মাওঃ জুবায়ের আহমদ আনসারী ব্রাহ্মণবাড়িয়া, মাওঃ জুনাইদ আল হাবিব ঢাকা, মাওঃ মমতাজ উদ্দীন বড়দেশী, মুফতি ওলিউর রহমান বরুণা, নাসির উদ্দীন সৌরভ, মাওঃ ফজলুর রহমান বানিয়াচঙ্গি, মাওঃ মনজুরুল হক আমিনী, এ ছাড়া আরো উপস্থিত থাকবেন দয়ামির মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশাহিদ, ঐতিহ্যবাহী গহরপুর মাদ্রাসার মুহতামিম সাহেব হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু প্রমুখ দেশের বরেন্য উলামায়ে কেরাম।