লাউয়াছড়া বনকে আমরা রমনা পার্ক বানিয়ে ফেলেছি -সিলেটে রিজওয়ানা হাসান
প্রকাশিত হয়েছে : ১১:৩২:৪৯,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)-এর নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের কিছু ইস্যু জাতীয় ইস্যু হবার দাবি রাখে। জাফলংকে একটি জাতীয় ইস্যু হিসেবে দেখতে হবে। সুন্দরবন ও জাফলং দ্বিতীয়টা কেউ বানাতে পারবে না। বোমা মেশিন দিয়ে জাফলংয়ে যে পাথর ভাঙ্গা হয় এতে করে পরিবেশ মারাত্মকভাবে ঝুঁকির সম্মুখিন হচ্ছে।
তিনি বলেন, লাউয়াছড়া একটি বন, যেখানে ঢুকতে গেলে আমাদের ভয় লাগার কথা কিন্তু এই বনকে রমনা পার্কের মতো করে ফেলা হয়েছে।
রোটারী ক্লাব অব সিলেট হলিল্যান্ড-এর ১২তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শুক্রবার নগরীর একটি হোটেলে রোটারী ক্লাব অব সিলেট হলিল্যান্ড-এর ১২তম অভিষেক অনুষ্ঠিত হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, পারস্পরিক সেতুবন্ধনের মাধ্যমে রোটারী ও বেলা একসাথে কাজ করতে পারে। পরিবেশ নিয়ে আমাদেরকে সামাজিক সচেতনতা তৈরী করতে হবে। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে হবে বলেই রোটারিয়ানরা সমাজের জন্য কাজ করেন। নিজের পরিবারের বাইরে সমাজের জন্য কিছু করতে হলে রোটারি অন্যতম। তিনি নতুন কমিটির শুভকামনা করেন।
অভিষেক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি মোঃ মাহবুবুর রহমান আরএফএসম এর সভাপতিত্বে ও রোটারিয়ান সায়্যিদা হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ৩২৮২-এর ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী পিএইচএফ, পিডিজি রোটারিয়ান ড. মঞ্জুরুল হক চৌধুরী এমপিএইচএফএমসি। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর পিপি এম নূরুল হক সুহেল, এসিসট্যান্ট গভর্নর মুফতি তাহের আহমদ পিএইচএফ। অনুষ্ঠানে আউট গোয়িং প্রেসিডেন্ট মোঃ জাহেদ আহমদ চৌধুরী নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ ওলিউর রহমান নাহিদ পিএইচএফ এর কাছে প্রেসিডেন্ট কলার হস্তান্তর করেন। ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি নুসরাত জাহান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন ক্লাব ফাস্ট লেডি ফারজানা। আউট গোয়িং সেক্রেটারী রোটারিয়ান নাদিম ইবনে গাফ্ফার ইনকামিং সেক্রেটারী রোটারিয়ান উজ্জল বখত এর কাছে ক্লাব চার্টার হস্তান্তর করেন। রোটারিয়ান মোঃ শহিদুর রহমান সম্পাদিত ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করা হয় এবং অনুষ্ঠানের শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন রোটারিয়ান ইকবাল হোসেইন।