মৌলভীবাজারে শিক্ষার্থীদের বাঁধার মূখে শিক্ষা প্রকৌশল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন (ভিডিওসহ)
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ৪:৩২ অপরাহ্ণ
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বাঁধা উপেক্ষা করে বিদ্যালয় মাঠে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জোনাল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিন পার্শ্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জোনাল অফিস ভবনের ভিত্তি প্রস্তর করা হয়েছে। মৌলভীবাজার জোন অফিসের নির্বাহী প্রকৌশলী শেখ নাছিম রেজার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পৌর মেয়র ফজলুর রহমান, চেম্বার অব কমার্স সভাপতি কামাল হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার জোনাল অফিস নির্মান হলে জেলার শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে সহায়ক হবে।
এদিকে বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার জোনাল অফিস স্থাপনের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। একই সময়ে সেখানে মানববন্ধন করেন তারা। শিক্ষা প্রকৌশল ভবন মাঠে না করে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবী জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নিচে ভিডিওটি দেখুন>>>