এইচএসসি উত্তির্ণদের তাজপুর কলেজ ছাত্রদলের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৬, ২:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
এইচএসসি ও সমমানের পরিক্ষায় উত্তির্ণদের অভিনন্দন জানিয়েছে ওসমানীনগরের তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদল।
এক বিবৃতিতে উত্তির্ণদের অভিনন্দন জানান, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সৈয়দ শাহজাহান আলী, সদস্য সচিব জুয়েব আহমদ, রুবেল আহমদ, জে আই সুহান, ছালেহ চৌধুরী, সুজেল আহমদ সুবেল, ছাব্বির আহসদ, হিফজুর রহমান নাহিদ, কুতুব বকস, ওয়েছ আহমদ, জাকির আহমদ, ফাহিম আহমদ, আকরাম আহমদ, ফেরদৌস বকস, জুবায়ের আহমদ, অপু আহমদ, সৈয়দ হুময়ুন আলী, রাজন আহমদ, খালেদ আহমদ, ছাইফুর কামালী,ওয়াহিদ আহমদ, বসর আহমদ, তারেক আহমদ, হেলাল মিয়া, আলমগীর আহমদ, আলা উদ্দিন আল আজাদ, জুবায়ের আহমদ, তুহিন আহমদ, ফাহিম, মুজাহিদ, সাজু মিয়া, ফয়েজ আহমদ, শাহ আলম সরকার, শেরহান মিয়া, রুবেল আহমদ জুনেদ, ঈসমাইল, জেবুল আহমদ সজিব, সুয়েব খান, ফয়জুর, তবির আহমদ, ইউপি ছাত্রদল নেতা মিঠু মিয়া, সুজন মিয়া প্রমুখ।