মেসিই দুনিয়া সেরাঃ জাভি রোনালদিনহো
প্রকাশিত হয়েছে : ১:১১:১৪,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৬
সুরমা ডেস্কঃ জাতীয় দলের জন্য কিছুই জেতা না হলেও মেসির ধারে কাছে কেউ নেই বলে রায় দিয়েছেন এক সময়ের তার দুই ক্লাব সতীর্থ জাভি এবং রোনালদিনহো। ২০০৫ সালে ব্যালন ডি অর জয়ী রোনালদিনহো বিশ্বাস করেন প্রশ্নাতীত ভাবেই সে দুনিয়া সেরা। সদ্য ইউরো জয়ী রোনালদো কে এরই মধ্য ব্যালন ডি অর জয়ীর আসনে অনেকেই দেখলেও মেসির খুব কাছের বন্ধু জাভি মনে করেন এই একটি কাপের জন্য কারো প্রতিভা, ক্ষমতা পরিমাপ করা ঠিক নয়। আমার কাছে সেই বিশ্বসেরা। অতীতে এখন এবং অদূর ভবিষতেও মেসির মতো কেউ আসবেনা। এমনকি যখন মেসির খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘঠবে তখনো কেউ তার জায়গা পূরন করতে পারবেনা। বর্তমান সময়ের অন্যতম প্রতিভা নেইমার, হাজার্ড,ও আরো ৫/১০ প্রতিভাবানরাও মেসি হতে পারবেনা। রোনালদিনহো যোগ করেন, আমি সত্যিই ভাগ্যবান তার মতো খেলোয়াড়ের সাথে কিছুদিন খেলার সুযোগ পেয়েছি। শুধু খেলোয়াড় হিসাবে নয় মানুষ হিসাবে সে অন্য দশজন থেকে আলাদা।