সিলেট অনলাইন রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ৭:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: সিলেট অনলাইন রিপোর্টার্স ইউনিটি নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার সিলেট নগরীর এক অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনূষ্টিত সভায় এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
সভায় সংগঠনের ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন- আহ্বায়ক রায়হান উদ্দিন (ওপেননিউজ২৪ডটকম), যুগ্ম আহ্বায়ক এম কামরুল আই রাসেল (বেঙ্গলটাইমসনিউজ ডটকম), যুগ্ম আহ্বায়ক আলী আকবর চৌধুরী কোহিনূর (ওপেননিউজবিডি.কম)।
সদস্যরা হলেন অরুণ সরকার (সিএনবাংলাদেশডটকম), আব্দুল মুক্তাদির (বাংলারডাকডটকম), আবুল হোসেন (সিলেটভয়েজ২৪ডটকম), কাইয়ুম উল্লাস (নিউজএ্যাকশন২৪ডটকম), মিসবাহ উদ্দিন (সিলেটমিডিয়াডটকম) মো. আলাউদ্দিন (ওপেননিউজ২৪ডটকম), প্রদীপ কুমার দে (প্রথমবাংলাডটকম), খলিলুর রহমান (অপেননিউজ বিডি.কম)। সভায় আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সদস্য সংগ্রহসহ পূর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।
সভায় সভাপত্বি করেন অপেননিউজবিডিডটকম এর বার্তা সম্পাদক খলিলুর রহমান। সভা পরিচালনা করেন সিএনবাংলাদশ সম্পাদক অরুন সরকার।
সভায় সংগঠনের ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন- আহ্বায়ক রায়হান উদ্দিন (ওপেননিউজ২৪ডটকম), যুগ্ম আহ্বায়ক এম কামরুল আই রাসেল (বেঙ্গলটাইমসনিউজ ডটকম), যুগ্ম আহ্বায়ক আলী আকবর চৌধুরী কোহিনূর (ওপেননিউজবিডি.কম)।
সদস্যরা হলেন অরুণ সরকার (সিএনবাংলাদেশডটকম), আব্দুল মুক্তাদির (বাংলারডাকডটকম), আবুল হোসেন (সিলেটভয়েজ২৪ডটকম), কাইয়ুম উল্লাস (নিউজএ্যাকশন২৪ডটকম), মিসবাহ উদ্দিন (সিলেটমিডিয়াডটকম) মো. আলাউদ্দিন (ওপেননিউজ২৪ডটকম), প্রদীপ কুমার দে (প্রথমবাংলাডটকম), খলিলুর রহমান (অপেননিউজ বিডি.কম)। সভায় আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সদস্য সংগ্রহসহ পূর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।
সভায় সভাপত্বি করেন অপেননিউজবিডিডটকম এর বার্তা সম্পাদক খলিলুর রহমান। সভা পরিচালনা করেন সিএনবাংলাদশ সম্পাদক অরুন সরকার।