উপজেলা পরিষদ নির্বাচন: কোম্পানীগঞ্জে চেয়ারম্যান হলেন মজির উদ্দিন
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সূত্রে পাওয়া তথ্য মতে, কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো.মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৭১৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ২১ হাজার ৯১১ ভোট।
এদিকে, বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মজির উদ্দিনের আইডিতে আলহামদুলিল্লাহ লিখে একটি স্ট্যাটাস দেয়া হয়।