যুক্তরাজ্যে এসাইলাম ইন- আউট, নৌকায় কতজন আসে?
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
যুক্তরাজ্যে অবৈধ পথে চ্যানেল পাড়ি দিয়ে প্রতি বছর ছোট নৌকায় কতজন অভিবাসী ঢুকে ও সাধারণ প্রক্রিয়ায় বছরে কতজন আশ্রয় গ্রহণ করে এবং আশ্রয় পেতে ব্যর্থ হয়ে নিজ দেশে ফিরে যায় এর একটি পরিসংখ্যান প্রকাশ করেছে বিবিসি (হোম অফিস সূত্র থেকে )। ২০২২ সাল থেকে ২০২৪ এর জানুয়ারি পর্যন্ত এই পরিসংখ্যান।
পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ছোট নৌকা ব্যবহার করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীর সংখ্যা ২০২২ এর তুলনায় এক তৃতীয়াংশেরও বেশি কমেছে। তবে মোট সংখ্যা এখনও রেকর্ডে দ্বিতীয় সর্বোচ্চে আছে ।
হিসাব মতে, এ বছরের ২১ জানুয়ারি পর্যন্ত ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন ৬২১ জন অভিবাসী। একই ভাবে ২০২৩ সালে যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা ছিল ২৯,৪৩৭ জন। ২০২২ সালে এর মোট সংখ্যা ছিল ৪৫,৭৫৫ জন, যা ২০১৮ সালে পরিসংখ্যান সংগ্রহ করা শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। ২০২০ সাল থেকে মোট ১০০,০০০ এরও বেশি মানুষ যুক্তরাজ্যে এসেছেন একই পন্থায়। নৌকায় করে চ্যানেলে পাড়ি দিতে গিয়ে ২০১৮ সাল থেকে অন্তত ৬৪ জন অভিবাসী ইংলিশ চ্যানেলে ডুবে গেছে। এমনটাই বলছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন।
সাধারণ ও সামগ্রিক ভাবে বছরে কত জন অভিবাসী যুক্তরাজ্যে এসাইলাম ক্লেম বা আশ্রয় দাবি করে ?
২০২২ সালে ৮৯,০০০ এরও বেশি লোক আশ্রয়ের জন্য এসাইলাম ক্লেইম করেছে এর মধ্যে ৪৫% ছিল ছোট নৌকা আগত। তবে ডিপেন্ডেন্ট সহ এই সংখ্যা প্রায় ১০৩,০০০-এ পৌঁছেছিল। এদের মধ্যে আফগানিস্তান, সোমালিয়া এবং ইরাকের দ্বন্দ্ব থেকে পালিয়ে আসা মানুষের সংখ্যাও বেশি ছিল।
২০২৩ সালের প্রথম নয় মাসে ৬৩,০০০ এরও বেশি মানুষ সাইলাম ক্লেইম করেছে।
২০২৩ সালের প্রথম নয় মাস সবচেয়ে বেশি সংখ্যক আশ্রয়প্রার্থী আফগানিস্তান থেকে এসে ক্লেইম করেছে এর সংখ্যা ৭,০০১ জন, পরবর্তী বৃহৎ সংখ্যা ইরান থেকে এর পরিমাণ ৫,২০০ জন। তারপরে আছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ।
২০২২ যুক্তরাজ্যে এসাইলাম ক্লেইমের শীর্ষে ছিলো আলবেনিয়ানরা। এ দেশ থেকে প্রায় ডিপেন্ডেন্ট সহ ১৬,০০০ জন এর বেশিরভাগ অর্থাৎ ৬৭% ছোট নৌকায় এসেছে। তবে রাশিয়ার সামরিক অভিযানের পর যুক্তরাজ্যে আসা ইউক্রেনীয় শরণার্থীদের পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি। ইউক্রেনীয় শরণার্থীদের যুক্তরাজ্যে আসার জন্য দুটি আইনি পথ রয়েছে। ১৫ জানুয়ারি পর্যন্ত ১৯৮,২০০ ইউক্রেনীয়রা এই স্কিমের আওতায় এসেছে, আফগান উদ্বাস্তু এবং হংকংয়ের কিছু নাগরিকের মতো আরও কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
এসাইলাম পেতে ব্যর্থ এরকম যুক্তরাজ্য কতজনকে ফেরত পাঠায়?
হোম অফিস যুক্তরাজ্যে থাকার কোন আইনি অধিকার নেই এমন লোকদের সরিয়ে দিতে পারে , যারা এসাইলাম আবেদন করেছেন এবং আশ্রয় পেতে ব্যর্থ হয়েছেন তাঁদেরকে নিজ দেশে ফিরে যেতে হয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে শেষ হওয়া বছরে ৫,২৮৪ ব্যর্থ আশ্রয়প্রার্থীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে যা আগের ১২ মাসে দ্বিগুণ। এর মধ্যে ২০২৩ স্বেচ্ছায় ফায়ার গেছেন ৬৯% , আর বাধ্যতামূলক পাঠানো হয়েছে ২৮%,২০২২ -২০২৩ সালে ২,৭৪৯ ফেরত পাঠানো হয়েছিল।সুত্র-মানবজমিন