জকিগঞ্জে হুছামুদ্দীন চৌধুরীর গাড়ি বহরে হামলা : আহত ৩
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
দ্বাদশ জাতীয় নির্বাচনে সিলেট-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। বাদ মাগরিব জকিগঞ্জ বাজারে নির্বাচনী জনসভা শেষে কালিগঞ্জ যাওয়ার পথে অতর্কিতভাবে হামলার শিকার হয় গাড়ি বহরের একটি মাইক্রোবাস। পাশেই নৌকা প্রতীকের পথসভা চলছিল। এসময় নৌকা, নৌকা স্লোগান দিয়ে কিছু দুষ্কৃতকারী গাড়ির উপর ঝাপিয়ে পড়েন। এতে দুই যাত্রীসহ চালক আহত হন।
হামলার ঘটনায় নিন্দা জানিয়ে কর্মীদের ধৈর্য ধারণ করার জন্য বলেছেন কেটলি মার্কার প্রধান নির্বাচনী সমন্বয়ক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী।
তিনি বলেন, আমরা চতুর্মুখী চক্রান্তের শিকার হচ্ছি। গণজোয়ার আটকাতে আমাদের কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের জন্যই এই হামলা করা হয়েছে। জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দিবে।