ইসিতে নিরাপত্তা জোরদার, যে কোনো মুহূর্তে তফসিল ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৯:১৫:২১,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০২৩
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। সেই হিসেবে আগামী বুধ ও বৃহস্পতিবার যেকোনো দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সেজন্য বাংলাদেশ টেলিভিশনকে সামগ্রিক প্রস্তুতি নিতেও বলা হয়েছে। মূলত বিটিভিতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ ও ভোটগ্রহণের তারিখ ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করেও নিরাপত্তা জোরদার করা হয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও এর আশেপাশের এলাকায় । ঘোষণাকে কেন্দ্র করে যেনো কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় এ লক্ষ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবন তথা ইসি সচিবালয়ে এখন থেকেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। নির্বাচন ভবনে ভিজিটর হিসেবে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আদেশ জারি করে ইসি সচিবালয়।
সরেজমিনে দেখা যায়, নির্বাচন কমিশনের সামনে চারটি টিমে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।
এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সচিব জানান, প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন।
এদিকে, নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে বুধবার (১৫ নভেম্বর) পর্যন্ত। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসির ঘোষণার একটা সম্ভাবনা আছে।