সিলেট বিএনপিকে কঠোর বার্তা মেয়র আনোয়ার চৌধুরীর
প্রকাশিত হয়েছে : ৮:১৭:১৮,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০২৩
সিলেট বিএনপিকে কঠোর বার্তা দিলেন আওয়ামী লীগ দলীয় মেয়র আনোয়ারুজ্জামান তিনি এ বার্তা দেন। সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপি ও জামায়াত নেতাদের হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, ‘আমরা সবাইকে সম্মান করি। কিন্তু আমাদের কোনো নেতাকর্মীর গায়ে কেউ হাত দিক, সেটি আমরা চাই না। আমাদের কোনো নেতৃবৃন্দ, আমাদের কোনো কর্মীর ওপর আঘাত করলে এর প্রতিদান অবশ্যই দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা বসে থাকবো না। আপনারা ভাববেন না আমাদের কোনো কর্মী আক্রান্ত হবে আর আমরা বসে থাকবো। আমরা চাই শান্তি, আমরা চাই সহনশীলতা। এই পতাকা, এই মানচিত্র, এই দেশকে আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে চাই।’ সমাবেশে মেয়র আনোয়ার বলেন, যারা স্বপ্ন দেখছে, এই বাংলাদেশে ক্ষমতায় আসবে। তাদের সেই স্বপ্ন আর পূরণ হবে না। আজকে নাটক সৃষ্টি করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এই নির্বাচনে দেশের মানুষ আবারো আওয়ামী লীগকে সংসদে পাঠাবে।
বিএনপি ও জামায়াত চোরাগুপ্তা হামলা চালাচ্ছে দাবি করে মেয়র বলেন. ‘আজ আমাদের নেতাকর্মীদের হত্যার চেষ্টা করা হচ্ছে। আজ পুলিশ হত্যা করা হচ্ছে।’ নগরের এয়ারপোর্ট রোডে আয়োজিত শান্তি সমাবেশে যোগদানের আগে মেয়র আনোয়ারুজ্জামানের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন করা হয়। শতাধিক মোটরসাইকেল নিয়ে দুপুরে তিনি পাঠানটুলাস্থ নিজ বাসা থেকে বের হন। এরপর নগরের বিভিন্ন এলাকা ঘুরে শোডাউনটি সমাবেশস্থলে গিয়ে পৌঁছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত সপ্তাহে যুবদলের ডাকে হরতাল চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মারধর করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা। তাদের হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এ ঘটনার পর সিলেটে মহড়া দিলেও হামলাকারীদের কাউকে পায়নি ছাত্রলীগ। এ ঘটনার পর থেকে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা একত্রিত হয়ে বিএনপি ও জামায়াতের কর্মসূচি প্রতিরোধে মাঠে নেমেছে। ছাত্রদল ও ছাত্রশিবিরের হামলার ঘটনার প্রেক্ষিতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গতকাল শান্তি সমাবেশে দাঁড়িয়ে এ হুঁশিয়ারি দিলেন।
এদিকে গতকালের অবরোধেও সিলেটের রাজপথে সক্রিয় ছিল যুবলীগ ও ছাত্রলীগ। তারা নগর ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে এবং মোটরসাইকেল দিয়ে মহড়া দিয়েছে। এদিকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিএনপি ও জামায়াত দেশকে অশান্ত করতে চাচ্ছে। আওয়ামী লীগ নেতা দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের এই চক্রান্ত নস্যাৎ করে দেবে। বিএনপি ও জামায়াতের স্বপ্ন কখনো পূরণ হবে না। সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। সিলেট আওয়ামী লীগ ও সংগঠনের বেশ কয়েকটি মিছিল নগরে শোডাউন দিয়ে সমাবেশস্থলে এসে পৌঁছায়।