জাপা এখনো ভাবছে
প্রকাশিত হয়েছে : ৯:২৩:৫১,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় নির্বাচনে যাবে কিনা এ নিয়ে এখনো ভাবছে জাতীয় পার্টি। দলটির নেতারা জানিয়েছেন, পরিবেশ পরিস্থিতির ওপর তারা নজর রাখছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে-পরের পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে দলটির কোনো সিদ্ধান্ত নেই। তবে পরিবেশ অনুকূল থাকলে ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে দলটির। বুধবার বৃটিশ রাষ্ট্রদূত সারাহ কুকের সঙ্গে দলটির নেতাদের বৈঠকের পর কয়েকটি সংবাদ মাধ্যমে খবর আসে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। বৃটিশ দূতকে নেতারা এমনটা জানিয়েছেন। নেতাদের বরাতে এমন খবর প্রকাশ হলেও গতকাল গণমাধ্যমের জিজ্ঞাসায় বৈঠকে অংশ নেয়া নেতারা জানিয়েছেন, বৃটিশ দূতের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে জাতীয় পার্টি নির্বাচনে যাবে এমনটি বলা হয়নি। তারা বলেছেন, জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন চায়।
৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে এখনো পরিস্থিতি পর্যালোচনা হচ্ছে।
পরিস্থিতি দেখে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার গুলশানের বাসভবনে নৈশভোজে অংশ নেন বৃটিশ হাইকমিশনার। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, বৃটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি সাইমন পেইজও অংশ নেন। পরে মাসরুর মাওলার বরাতে খবর বের হয় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এ বিষয়ে মাসরুর মাওলা বলেন, বৈঠকে অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা হয়েছে। জাতীয় পার্টি যেহেতু রাজনৈতিক দল, সে হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেয়াটাই স্বাভাবিক। সে কারণে আমরা বলেছি একক নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনে যাবো কি যাবো না তা পরে বোঝা যাবে। আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত আমরা একক নির্বাচন করবো। আমরা সরাসরি কোনো ঘোষণা দেই নাই। আমরা বলেছি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
জাতীয় পার্টির প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বরাতে বলেন, ওই বৈঠকে নির্বাচনে যাবে জাপা এমন কোনো কথা হয়নি। যে খবরটা ছড়িয়েছে এটা সঠিক নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান মিটিং করেছেন কিন্তু এমন কোনো সিদ্ধান্ত দেন নাই।
মানবজমিন